খাঁচায় বসে জামাকাপড় কেচে পরিষ্কার করছে শিপাঞ্জি! এমন দৃশ্য দেখে তাজ্জব ওই শিম্পাঞ্জির ট্রেনারও।
ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় তারা যা দেখে যা শোনে তাই শেখে। তবে একথা যে শিম্পাঞ্জিদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তা বোধহয় জানা ছিল না কারও। সম্প্রতি চিনের একটি চিড়িয়াখানায় কাপড় কাচতে দেখা গিয়েছে একটি শিম্পাঞ্জিকে। রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া ওই শিম্পাঞ্জির নাম ইউহুই। পুরুষ শিম্পাঞ্জিরটির বয়স মাত্র ১২ বছর।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে দিব্যি কাপড় কাচার বার সাবান আর ব্রাশ নিয়ে সাদা একটা টি-শার্ট কাচতে বসে গিয়েছে ওই শিম্পাঞ্জি। দক্ষিণ-পশ্চিম চিনের একটি থিম পার্কে গত শুক্রবার দেখা গিয়েছে এমন দৃশ্য। ভিডিও করে রেখেছিলেন আশেপাশের কেউ। সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই নিমেষে ভিডিও হয়ে যায় ভাইরাল।
ইউহুই-এর দেখভাল করেন থিম পার্কের যে কর্মী তিনি জানিয়েছে, কদিন আগে শিম্পাঞ্জিটি তাঁকে কাপড় কাচতে দেখেছিল। খুব মন দিয়ে সে সময় নিজের ট্রেনারকে লক্ষ্য করেছিল শিম্পাঞ্জি ইউহুই। এরপরেই খাঁচায় একটা সাদা টি-শার্ট, সাবান আর ব্রাশ রেখে দেন ওই কিপার। দেখতে চেয়েছিলেন শিম্পাঞ্জিটি কী করে। কিপারের কথায়, “ওকে কোনওদিন এসব শেখাইনি। তবে ও আমায় মন দিয়ে পর্যবেক্ষণ করত। তাই ভেবেছিলাম কাপড় আর সাবান রেখে দেখাই যাক ও কী করে। তবে ইউহুই যে সটান কাপড় কাচতে বসে পড়বে এমনটা ভাবিনি।”
ইতিমধ্যেই নেটিজেনদের দেদার প্রশংসা পেয়েছে শিম্পাঞ্জির কাপড় কাচার এই ভিডিও। লাইক-কমেন্ট-শেয়ারও হয়েছে দুরন্ত গতিতে।