Home সারাদেশ খুলনা বিভাগে করোনার গতি লাগামহীন

খুলনা বিভাগে করোনার গতি লাগামহীন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: খুলনা বিভাগে মাত্র ৩ দিনের ব্যবধানে করোনা বেড়েছে সাড়ে পাঁচগুণ।  ১৫ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত  ২৪ ঘন্টায়  ১০ জেলায় যেখানে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩২ জন, সেখানে সোমবার সকাল আটটা পর্যন্ত  ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১৭৭জনে।

খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। ১৫ জানুয়ারি খুমেক ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হলেও বিগত দু’দিনে যথাক্রমে ২৮২ ও ১৮৮টি নমুনা পরীক্ষার পর ৩১জন করে করোনা শনাক্ত হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ বলেন, সোমবার সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় ১৭৭জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনায় ৫৪জন, বাগেরহাটে চারজন, সাতক্ষীরায় পাঁচজন, যশোরে ৫০ জন, নড়াইলে আটজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ২১জন, কুষ্টিয়ায় ২৬জন, চুয়াডাঙ্গায় সাতজন ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়।
তিনি বলেন, এ নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট এক লাখ ১৪ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া মৃত্যু হয় তিন হাজার ১৯৫জনের।
খুমেক ল্যাবে ৩১জনের শনাক্ত ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল সোমবার ১৮৮টি নমুনা পরীক্ষার পর ৩১জনের করোনা শনাক্ত হয় বলে কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন। এর মধ্যে খুলনার ২৯জন, বাগেরহাটের একজন এবং নড়াইলের একজন রয়েছেন। অবশ্য বিগত দু’দিন শনাক্তের সংখ্যা একই থাকলেও আগের দিনের চেয়ে গতকালকের শনাক্তের হার ছিল ছয় ভাগ বেশি। অর্থাৎ রোববার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১০ শতাংশ থাকলেও গতকাল সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় শনাক্তের হার দাঁড়ায় ১৬ শতাংশে।