Home অন্যান্য গোপনে বয়ফ্রেন্ডকে বিয়ে বলিউড নায়িকা পূজা বাটরার

গোপনে বয়ফ্রেন্ডকে বিয়ে বলিউড নায়িকা পূজা বাটরার

পূজা

মুম্বই: বেশ কিছু দিন ধরেই বলিউডের লাইম লাইটের থেকে কার্যত দূরে তিনি। বেশ আছেন বয়ফ্রেন্ড নওয়াব শাহকে বিয়ে করে। কথা হচ্ছে পূজা বাটরাকে নিয়ে। কিন্তু তিনি লাইম লাইটে না থাকলেও ভক্তরা কিন্তু তাঁকে মনে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নায়িকা ও নবাবের রোমান্টিক মুহূর্ত।

বলি টাউনে একসময় অক্ষয়ের সঙ্গে প্রেমেও পড়েছিলেন তিনি। তবে বলিউডে আসার আগেই প্রেমে পড়েছিলেন তিনি। যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বলিউডে আসার আগে পূজা মডেলিং করতেন। তখনই অক্ষয় এবং পূজার পরিচয় হয়েছিল। তবে সম্পর্ক টেকেনি।

পূজা বাটরার জন্ম ১৯৭৩ সালে। ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্টারন্যশনাল হন। এরপর ১৯৯৫ সালে প্রথম হিন্দি সিনেমা করেন পূজা। তার দ্বিতীয় ফিল্মটাই ছিল ‘বিরাসত’। হিন্দিতে বেশ কয়েকটি সিনেমা করেছেন নায়িকা।

তবে বলিউডে কেরিয়ার শুরুর আগে পার্ট টাইম কাজ হিসাবেই মডেলিং করতেন পূজা। পরে হিন্দি সিনেমা ছাড়াও অভিনয় করেছেন গুজরাতি, পাঞ্জাবি, মালায়লম, তামিল ভাষায়।

২০০২ সালে ক্যালিফোর্নিয়ার এক অর্থোপেডিক সার্জনকে বিয়ে করেন পূজা। ২০১০ সালে পূজা তাঁর স্বামীকে ডিভোর্স দিয়ে দেন। এরপর ২০১৯ সালে ফের বিয়ের পিড়িতে বসেন নায়িকা। নবাব বাদশাকে বিয়ে করেছেন পূজা
বিয়ের পর তিনি জানিয়েছিলেন, নবাব সেই পুরুষ যাঁর জন্য এত দিন অপেক্ষায় ছিলাম। যখন তাঁকে পেয়েছি, তখন বিয়েটা সেরে ফেলাই ভাল।”