Home Second Lead চকরিয়ায় বাস-ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

চকরিয়ায় বাস-ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: রবিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-ট্রাক-পিকআপ সংঘর্ষে কমপক্ষে ৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

চকরিয়ার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে রাত সাড়ে ১১ টার দিকে। দুর্ঘটনার খবর পেয়ে  ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা দ্রুত সেখানে যান এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত ট্রাকটি লবণ বোঝাই এবং বাস ও পিকআপ যাত্রী বোঝাই। ঘটনাস্থলে মারা গেছে ৩ জন।