Home Second Lead চট্টগ্রামে বিএনপি নেতৃবৃন্দের সাথে মির্জা ফখরুলের বৈঠক আজ

চট্টগ্রামে বিএনপি নেতৃবৃন্দের সাথে মির্জা ফখরুলের বৈঠক আজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি নেতৃবৃন্দ আজ মঙ্গলবার বিকেলে নাসিমন ভবনস্থ কার্যালয়ে এক সভায় বসছেন। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে উপস্থিত থাকবেন।

দক্ষিণ জেলা বিএনপির এক নেতার মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানে যোগ দিতে মির্জা ফখরুল আসছেন আজ।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর জানান, বেলা ৩টায় অনুষ্ঠেয় সভায় চলমান সরকার বিরোধী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হবে।