বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চন্দনাইশ ( চট্টগ্রাম): উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকার লেবু বাগানসংলগ্ন চাইলাছড়ি পাহাড়ি এলাকা থেকে তিনজনকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র শান্তিবাহিনীর একটি দল। সেনাবাহিনীর তৎপর অভিযানে অবশেষে অপহৃতদের মধ্যে দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাটি ঘটে শুক্রবার, ১৩ জুন সকালে।
অপহৃতরা হলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হারুন (৭০) এবং তার দুই ছেলে নোমান (২০) ও মাঈম (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পূর্ব এলাহাবাদের সওদাগর পাড়ায় এই অপহরণের ঘটনা ঘটে। আটজনের একটি সশস্ত্র দল তিনজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পাহাড়ের দিকে।
পরবর্তীতে অপহৃত নোমানকে পাঁচ লাখ টাকা মুক্তিপণের শর্তে ছেড়ে দেয় অপহরণকারীরা। তিনি ফিরে এসে দ্রুত চন্দনাইশে কর্মরত সেনাবাহিনীর ক্যাম্পে পুরো ঘটনা জানান। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধের নেতৃত্বে ৩৬ সদস্যের একটি সেনা টহল দল অভিযানে নামে।
সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে টানা ছয় ঘণ্টার যৌথ অভিযান। চাইলাছড়ি, সইন্নারঢালা, ধুচরি ও স্বরবাথুলি এলাকায় প্রায় বিশ কিলোমিটারজুড়ে বিস্তৃত অভিযান চালিয়ে অপহরণকারীদের ঘিরে ফেলে সেনাবাহিনী। সেনাদের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা হারুন ও মাঈমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ঘেরা এই এলাকায় শান্তিবাহিনীর সদস্যরা নিয়মিত অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত রয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তবে সেনাবাহিনীর দ্রুত ও সফল অভিযানে এলাকাবাসীর মনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
তারা বলেন, “সেনাবাহিনী যদি এভাবে নজরদারি জোরদার করে, তাহলে এ ধরনের ঘটনা কমবে। সাধারণ মানুষও নিরাপদে বসবাস করতে পারবে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের অভিযানে ভবিষ্যতেও সতর্ক নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।