Home রাজনীতি চাল চোরদের ক্রসফায়ারে দিন: সুজন

চাল চোরদের ক্রসফায়ারে দিন: সুজন

খোরশেদ আলম সুজন


ত্রাণের চাল চুরির সাথে জড়িতদের ক্রসফায়ার দিতে প্রশাসনের নিকট আহবান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি  রবিবার রাত ৯টায় উত্তর কাট্টলীস্থ নিজ বাসভবনে তার ফেসবুক পেইজে লাইভে নগরবাসীর সাথে আলাপচারিতায় উপরোক্ত আহবান জানান।

অর্থনৈতিক মন্দা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রনোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়া বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ, ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণসহ নানা কর্মসূচীর মাধ্যমে করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ অবশ্যই দেশের অর্থনীতির চাকাকে ফের সচল করে তুলবে। তবে সরকারের এতোসব সফল কর্মসূচী বাধাগ্রস্ত হচ্ছে কতিপয় ব্যক্তিবিশেষের সরকারি ত্রাণের চাল চুরি ও আত্নসাতের ঘটনায়। যা এক বালতি দুধে এক ফোঁটা চনা দেওয়ার মতো। এ সময়ে সরকারি ত্রাণের চাল চুরির মতো ঘৃণ্য কর্মকান্ডে জড়িতদের ক্রসফায়ার দিতে প্রশাসনের নিকট উদাত্ত আহবান জানান তিনি।

-সংবাদ বিজ্ঞপ্তি