Home সারাদেশ রাতের আঁধারে ছাত্রদল নেতার ওপর দুর্বৃত্তের হামলা

রাতের আঁধারে ছাত্রদল নেতার ওপর দুর্বৃত্তের হামলা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: ধোবাউড়ায় সোমবার রাত গভীরেই ঘটে গেলো একটি ভয়ঙ্কর ঘটনা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে প্রকাশ্যে রাস্তার ওপর নির্মমভাবে পিটিয়েছে দুর্বৃত্তরা। দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সেই রাস্তাটি এখন আতঙ্কের নাম।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে জালাল উদ্দিনের পথরোধ করে অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয় সূত্র জানায়, তাদের হাতে ছিলো পাইপ, লোহার রড ও ধারালো অস্ত্র। হামলায় মাথাসহ সারা শরীরে প্রচণ্ডভাবে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন ছাত্রদল নেতা। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ঘটনার পরপরই হাসপাতালের গেটজুড়ে ভিড় করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সবার চোখেমুখে ক্ষোভ আর উৎকণ্ঠা। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন জালাল উদ্দিন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—এটাই তাদের দাবি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তাকে দেশীয় অস্ত্র দিয়ে ইচ্ছেমতো পেটানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে রাতভর ধোবাউড়া থানা থেকে শুরু করে এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই হামলা। আতঙ্কে রয়েছেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরাও। রাজনৈতিক প্রতিহিংসা হোক বা ব্যক্তি-প্রতিহিংসা—এই হামলা স্থানীয় নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।