Home আইন-আদালত জনসনকে ২.১ বিলিয়ন ডলার জরিমানা

জনসনকে ২.১ বিলিয়ন ডলার জরিমানা

বিজনেসটুডে২৪ ডেস্ক

উৎপাদিত ট্যালকম পাউডারে কার্সিনোজেনিক পদার্থ রয়েছে, এই অভিযোগে জনসন অ্যান্ড জনসন সংস্থাকে ২.১ বিলিয়ন মার্কিন ডলার  জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিল আমেরিকার মিসৌরি আদালত। অভিযোগ, এই পাউডার ব্যবহার করলে ওভারিতে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।

এ মামলা আজকের নয়। বেশ কয়েক বছর ধরে চলছে। উপভোক্তাদের একের পর এক অভিযোগ ও তথ্যপ্রমাণ মিলিয়ে জনসনের বিরুদ্ধে বড়সড় ক্ষতিপূরণের মামলা রুজু হয়েছে। ২০১৮ সালে ২২ জন ক্ষতিপূরণও পেয়েছে। এখনও চলছে সেই মামলা। এবার নতুন নির্দেশে জনসনকে জানানো হল, নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে তাদের। এর কারণ, তাদের প্রোডাক্টে ক্ষতিকর অ্যাসবেস্টস রয়েছে জেনেও তারা সেটা বিক্রি করে গিয়েছে গ্রাহকদের কাছে।

জনসন অ্যান্ড জনসন সংস্থার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই রায় তাঁরা মেনে নিচ্ছেন না, মিসৌরির সুপ্রিম কোর্টে আবেদন জানাবে তাঁদের সংস্থা।