Home First Lead টাকা না দিয়ে ৮টি পাঞ্জাবি নিয়ে যাওয়ার অভিযোগ ঢাকা কলেজ ছাত্রের বিরুদ্ধে

টাকা না দিয়ে ৮টি পাঞ্জাবি নিয়ে যাওয়ার অভিযোগ ঢাকা কলেজ ছাত্রের বিরুদ্ধে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঢাকা কলেজের  ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করলেন বায়তুল মামুর মসজিদ মার্কেটের রুবি গামেন্টেস-এর মালিক আবদুল হালিম। অভিযোগ এরা তার দোকান ববি গার্মেন্টস থেকে টাকা না দিয়ে ৮টি পাঞ্জাবি নিয়ে গেছেন শনিবার। আব্দুল হালিম বলেন, ‘আমি আট শিক্ষার্থীকে বললাম আপনারা পাঞ্জাবি নিয়েছেন টাকা দেন। আপনারা কেন এভাবে নেবেন। অন্তত কেনা দামটা দেন। এরপর তারা বলে আপাতত আর টাকা চাইবি না’। ঢাকা কলেজের তিন শিক্ষার্থীসহ কয়েকজন মিলে আটটি পাঞ্জাবি নিয়ে গেছেন।

সিসিটিভি ক্যামেরায় ঢাকা কলেজের আট শিক্ষার্থীকে দেখা গেছে। দোকানে তারা কোন টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নিয়ে চলে যান এবং দোকানদারকে বলেন পরে দিবো।বাংলাদেশ দোকান মালিক সমিতির  সভাপতি মো. হেলাল উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সিস্টেম ভিন্ন। তারা বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করেন। বেশি টাকার মালামাল কিনে কম টাকা দিয়ে বলে পরে দিয়ে যাব। পরে আর তারা টাকা দেয় না। এরপর দোকানদারা ঢাকা চাইলে তাদের সঙ্গে ব্যবসায়ীদের লেগে যায়।

ঢাকা কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার গণমাধ্যমকে বলেন, এ ঘটনার যদি কোনো ডকুমেন্ট থাকে, বা পেয়ে থাকি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে আমাদের জায়গা থেকে কোনো ঘাটতি থাকবে না।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, ঢাকা কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নেয়ার অভিযোগের বিষয়ে থানায় কোনো নথি হয়নি। অভিযোগ পেলে এ বিষয়টি আন্তরিক আন্তরিকতার সঙ্গে থানা পুলিশের পক্ষ থেকে দেখা হবে।