Home কক্সবাজার টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৪ জন গ্র্রেফতার

টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৪ জন গ্র্রেফতার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার:কক্সবাজরে টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে ছয়টি অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় তাদের কাছে থেকে দশ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, স্থানীয় ডাকাত নুরুল আমিনের বাড়িসহ চার বাড়িতে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন ডাকাতরা। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িগুলো ঘেরাও করে বিজিবি। উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন ডাকাত পালিয়ে যান। তবে নুরুল আমিনের বাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়। বাকি পাঁচ-ছয় ডাকাত পালিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উলুমারি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নুরুল আমিন (৩২), মৃত মো. শফির ছেলে আনোয়ার হোসেন (২১), মৃত রুহুল আমিনের ছেলে জাফর আলম (৪২) ও রঙ্গিখালী গ্রামের মৃত মোজাফ্ফর আহমেদের ছেলে নজির আহম্মদ (৫০)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে একনলা বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ, নয় রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড রাইফেলের অ্যামুনেশন, চার রাউন্ড এলএমজি অ্যামুনেশন, চার রাউন্ড প্যারাসুট ফ্লেয়ার, একটি পুলিশ বেল্ট ও একটি মোবাইল ফোন রয়েছে।

অবৈধ অস্ত্র বহনের দায়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই উর্ধতন কর্মকর্তা।