বিজনেসটুডে২৪ প্রতিনিধি
আগরতলা: চট্টগ্রাম বন্দরের ট্রানজিট সুবিধার ফলে কলকাতা থেকে এখানে পণ্য পৌঁছতে পথ কমেছে ১০০০ কিলোমিটার। আর প্রতি মেট্রিক টনে পরিবহন খরচ কমেছে ২৭০০ টাকা। ফেনী নদীর সেতু চালু হলে দূরত্ব এবং খরচ আরও কমবে।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ট্রানজিট পণ্য আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে স্থলবন্দরে আরও বলেন, ত্রিপুরার জনগন সেই ১৯৬৫ সাল থেকে প্রায় ৭৫ বছর ধরে এই দিনটির অপেক্ষায়।তা বাস্তবে রূপ পেল। জানালেন, আগামীতে দু’দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। ত্রিপুরা থেকে বাংলাদেশে রপ্তানি হয় ৩০ কোটি টাকার। আগামীতে তা হবে ৪০০ কোটি টাকার।অপরদিকে, বাংলাদেশ থেকে আমদানি হয় ৬৪৫ কোটি টাকার। তা হবে ২ হাজার কোটি।
মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা থেকে পণ্য আসতো ১৬০০ কিলোমিটার পথ পার হয়ে। ট্রানজিট সুবিধার ফলে তা কমে গেছে ১০০০ কিলোমিটার। এখন কলকাতা থেকে চট্টগ্রাম ৪০০ কিলোমিটার এবং সেখান থেকে সড়ক পথ আর ২০০ কিলোমিটার। কলকাতা থেকে সড়ক পথে আগরতলা পণ্য পৌঁছতে প্রতিটনে খরচ পড়তো ৮৩০০ টাকা। ট্রানজিট সুবিধার ফলে তা ২৭০০ টাকা কমে গিয়ে এখন ৫৬০০ টাকা।ফেনী নদীর ওপর নির্মিয়মান সেতু চালু হলে দূরত্ব ও খরচ আরও কমে যাবে।
ট্রানজিট পণ্য গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সহকারি হাই কমিশনার কিরীটি চাকমা। এছাড়া, শিল্প ও বাণিজ্য সচিব কিরণ গিত্যে, আগরতলা চেকপোস্টের ম্যানেজর দেবাশিষ নন্দী এবং বহু ব্যবসায়ী ও উৎসাহী জনগন উপস্থিত ছিলেন।