ডবল-স্ট্যাক কন্টেইনার ট্রেন চালু করলো ভারত। পরিবেশের জন্য বেশ উপযোগী এই ট্রেন, আবার পৌঁছে যাচ্ছে কম সময়ে।
রেল বিদ্যুতের লাইনে প্রথম ডবল-স্ট্যাক কন্টেইনার ট্রেন চালিয়ে একটি নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে ভারত। ১০ জুন থেকে ইলেক্ট্রিফায়েড স্টেশন গুজরাটে পালনপুর আর বোটাডের মধ্যে চলছে এই ট্রেন।
বিশ্বের বড়বড় উন্নত দেশগুলো চালু করতে পারেনি ডবল-স্ট্যাক কন্টেইনার ট্রেন।এই ট্রেন পরিচালন অনেক সস্তা। দ্বিগুণ সময়ও বেঁচে যায়।
মালপত্র নিয়ে যাওয়া, স্পীড আর কাস্টোমাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।