Home পরিবেশ তুরাগে পাওয়া গেল মরা ডলফিন

তুরাগে পাওয়া গেল মরা ডলফিন

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দুইদিনে দু’টি মরা ডলফিন পাওয়া গেল তুরাগ নদে। গত রবি ও সোমবার পাওয়া গেছে মরা ডলফিন দুটি।

ঢাকা জেলা মৎস্ বিভাগ  ডলফিন দু’টির মরদেহ উদ্ধার করেছে।

মৎস্য বিভাগ জানায়, তুরাগের আশুলিয়া থেকে রবিবার সন্ধ্যা ও সোমবার বিকেলে উদ্ধার করা হয়েছে মৃত ডলফিন। অনুমান করা হচ্ছে জেলেদের জালে এগুলো আটকে ছিল।

সোমবার দুপুরে তুরাগ নদের আশুলিয়া ফেলাঘাট এলাকায় মৃত ডলফিনটি দেখতে পেয়ে তীরে উঠিয়ে আনেন স্থানীয়রা। ডলফিনটির ওজন প্রায় ৫ মণ, দৈর্ঘ্য ৫ ফুট।

এর আগে রবিবার সন্ধ্যায় তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাট এলাকা থেকে একটি ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার জানান, সোমবার দুপুরে মৃত ডলফিনটি ভাসতে দেখে জেলেদের সহায়তায় সেটিকে তীরে উঠিয়ে আনি।

তিনি জানান, রবিবার বিকেলেও তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাটে এরকম বিশাল আকারের আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। ওই ডলফিনটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।

আব্দুস সাত্তার বলেন, এর আগে কখনো এই নদীতে ডলফিন দেখা যায়নি। তাই মৃত ডলফিনটিকে দেখতে তীরে অনেক মানুষ ভীড় করেছিল।

সাভার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, রবিবার পাওয়া মৃত ডলফিনটির ছবি দেখে বুঝেছি, এটা গাঙ্গের শুশুক। পদ্মা ও যমুনা নদীতে এর অভয়াশ্রম ছিল একসময়। মূলত এরা স্তন্যপায়ী প্রাণি। বুড়িগঙ্গাতেও এই প্রজাতীর শুশুক দেখা যেত। হয়ত কোনোভাবে বুড়িগঙ্গাতে এসেছিল। বুড়িগঙ্গা হয়ে শুশুক দুটি তুরাগে এসেছিল।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একজন গবেষকের কাছে শুশুকটি পাঠানোর ব্যবস্থা করা  হয়েছে। তিনি পরীক্ষা করে বলতে পারবেন কী কারণে শুশুক দুটি মারা গেছে।