Home Second Lead নিম্নচাপ শক্তিশালী : সমুদ্র বন্দরে ৪ নম্বর সংকেত

নিম্নচাপ শক্তিশালী : সমুদ্র বন্দরে ৪ নম্বর সংকেত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

সমুদ্র বন্দর সমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে । নিম্নচাপের কারণে রাজশাহী, ঢাকা, খুলনা,বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ।