Home সারাদেশ নীলসাগরের ধাক্কায় দুজন নিহত

নীলসাগরের ধাক্কায় দুজন নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

টাঙ্গাইল: ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে   ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর সল্লা ও হাতিয়ায় রেলক্রসিং নামক এলাকায় এ ঘটনা ঘটে। হতভাগ্য দুজন এসময় রেলপথ পার হচ্ছিলেন।

নিহত দুজন হলেন উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৬) ও একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। এর মধ্যে দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যানচালক ও সামছুল রিকশাচালক।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর  জানান, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলো। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন দেলওয়ারের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

সামছুলের  মরদেহ উদ্ধার এবং দেলোয়ার হোসেন বাড়িতে গিয়ে তাদের মরদেহের সুরতহাল করে পুলিশ। টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।