বিজনেসটুডে প্রতিনিধি
ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে কর্মরত ৩৫ চীনা কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে।
করোনা ভাইরাসের বিস্তারের মধ্যে গত ১৮ই জানুয়ারির পর এসব চীনা কর্মী ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, ছুটি কাটিয়ে ১৮ই জানুয়ারি থেকে যারা চীন থেকে এসেছে তাদের প্রকল্পের কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এ মাসের ১৮ তারিখ থেকে যারা আসছে তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ৩৫ জনের মতো এসেছে, ১৪ দিন নিয়ম অনুযায়ী তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখা হচ্ছে।