Home Third Lead ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল, সৈকতে উৎসবের আমেজ

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল, সৈকতে উৎসবের আমেজ

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার

ঈদুল আজহার টানা ছুটিতে সমুদ্র নগরী কক্সবাজারে বইছে আনন্দের জোয়ার। রাজধানী ঢাকা যখন ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা, তখন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন শহর কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সৈকতের প্রতিটি প্রান্তে উৎসবের রঙে রাঙা হয়ে উঠেছে প্রকৃতি ও মানুষ।

রোববার সকাল থেকেই দেখা গেছে পর্যটকদের উচ্ছ্বাস। কেউ পরিবার নিয়ে সাগরস্নানে মগ্ন, কেউবা বালিয়াড়িতে ক্যামেরার ফ্রেমে ধরে রাখছেন সুখস্মৃতি। শিশুরা দৌড়াদৌড়ি করছে, তরুণ-তরুণীরা বিচ বাইকে চড়ছেন, কেউ ঘোড়ার পিঠে চড়ে উপভোগ করছেন সমুদ্রতীরের বিশেষ আনন্দ।

ঢাকার মিরপুর থেকে আগত পর্যটক রফিকুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটি উদযাপনে এবার কক্সবাজার ছুটে এসেছি। এখানে সাগরের সামনে পরিবার নিয়ে আনন্দ করছি।’ আরেক পর্যটক ইব্রাহীম জানালেন, ‘ঈদের দিন সৈকতে মানুষ কম থাকবে ভেবেছিলাম। কিন্তু বিকেল হতেই পুরো সৈকত উপচে পড়েছে আনন্দে। এমন ভিড়ে সাগরপাড়ে ঘোরার আলাদা আনন্দ আছে।’

ব্যবসায়ীরা জানান, জেলার প্রায় সাড়ে চার শতাধিক হোটেল-মোটেলের অধিকাংশ রুমই অগ্রিম বুকিংয়ে পূর্ণ হয়ে গেছে। শহরের ৮০ শতাংশ হোটেলেই ‘নো ভ্যাকেন্সি’ সাইন। হিমছড়ি, ইনানী, মেরিন ড্রাইভসহ সব পর্যটন স্পটে পর্যটকদের জন্য নেওয়া হয়েছে আলাদা প্রস্তুতি। স্থানীয় ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন পরিষেবা নিশ্চিতে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঈদের ছুটিতে অন্তত চার লাখ পর্যটকের আগমন ঘটতে পারে কক্সবাজারে। এই ঢল সামাল দিতে কাজ করছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস জানান, তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে সৈকত এলাকা। রয়েছে অতিরিক্ত টহল দল, মোবাইল টিম এবং সাদা পোশাকের পুলিশ সদস্য। পাশাপাশি সৈকতে পর্যবেক্ষণের জন্য রয়েছে ওয়াচ টাওয়ার ও প্রতিটি গোলঘরে পুলিশ অবস্থান।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে একাধিক মোবাইল টিম মাঠে রয়েছে।’

শুধু কক্সবাজার নয়, ঈদের ছুটির আনন্দে মুখরিত হয়ে উঠেছে সিলেট, রাঙামাটির মতো অন্যান্য পর্যটন নগরীগুলোও। সিলেটে প্রায় পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে স্থানীয় পর্যটন সংস্থাগুলো। রাঙামাটিতেও লেকপাড়ের রিসোর্টগুলো পূর্ণ বুকিংয়ে জমজমাট।

ঈদের ছুটিতে প্রকৃতির কোলে আশ্রয় নিতে পরিবার-পরিজন, প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব নিয়ে ছুটে চলেছে মানুষ। সৈকতের বালিয়াড়িতে সূর্যাস্ত উপভোগ করা থেকে শুরু করে পাহাড়ি ঝরনায় স্নান—সব মিলিয়ে এবারের ঈদের ছুটি রূপ নিয়েছে এক আনন্দঘন জাতীয় উৎসবে।