বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের সদ্য অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগত কর্মকর্তা মো. হাদিস মীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করে।
২০১৯ সালের ২৯ জানুয়ারী প্রিভিলেজ স্টাফ হিসেবে হাদিস মীরকে প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয় । হাদিস মীরকে অব্যাহতি দেওয়া হয় মঙ্গলবার।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থাকাকালে মো. হাদিস মীর বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার কাছে ই-মেইল পাঠিয়ে প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া বরিশাল সদর আসনে টিআর-কাবিখাসহ সামাজিক নিরাপত্তার সহায়তা বিতরণের নামে কৌশলে আর্থিক সুবিধা আদায় করে মো. হাদিস মীর। বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী অবহিত হলে মঙ্গলবার তার নির্দেশে মো. হাদিস মীরকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়।