সবখানে এখন আলোচনার বিষয়বস্তু পেঁয়াজের দর। পাড়া-মহল্লায়, আডডায় সর্বত্র কথাবার্তা পেঁয়াজ নিয়ে। সব দোকানে রান্নার এই অনুসঙ্গটি মিলছে না। আর দরও এক এক দোকানে এক এক রকম। খুচরা বাজারের দোকানিরা বলেছেন যে পাইকারি বাজারে ঘণ্টায় ঘণ্টায় দর বৃদ্ধি পাচ্ছে।
পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে ঘন্টায় ঘন্টায় পেঁয়াজের দাম পরিবর্তন হচ্ছে। শুধু আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়ছে তা নয় দেশীয় পেঁয়াজের দামও একই হারে বাড়ছে। গতকাল মোকাম থেকে যে দামে পেঁয়াজ কিনেছি আজকে সেই দামের চেয়ে বাড়তি দরে কিনতে হচ্ছে। ফলে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। এ কথা বললেন এক খুচরা বিক্রেতা। আজ শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ভারতীয় ও বার্মার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ থেকে ২শ ১০ টাকা কেজি দরে, গতকাল যা ১শ ৭০ টাকা থেকে ১শ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজও একই দাম ২শ থেকে ২শ ১০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে নতুন উঠা দেশীয় পাতা পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে। দুই তিন দিন আগে কেজি ৮০ টাকা থেকে ১শ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বেড়ে ১শ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।