Home বিজিএমইএ ও বিকেএমইএ পোশাক শিল্পের অসুস্থ শ্রমিকদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর

পোশাক শিল্পের অসুস্থ শ্রমিকদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর

চট্টগ্রাম: চট্টগ্রামে পোশাক শিল্পের অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কল্যাণ তহবিল থেকে দেয়া আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছে বিজিএমইএ।

আজ শনিবার বিকেলে সংস্থার আঞ্চলিক কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। বিজিএমইএর সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম চেক তুলে দেন অসুস্থ শ্রমিকদের হাতে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কল্যাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। বিজিএমইএ পরিচালক মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, এনামুল আজিজ চৌধুরী এবং সদস্য ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, এম ফজলে করিম, আবছার হোসেন প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন।

আলোচ্য কল্যাণ তহবিলটি বিজিএমইএ সদস্যদের অনুদানে গঠিত। সদস্যরা তাদের প্রতিটি রপ্তানি চালানের বিপরীতে পাওয়া অর্থের ০.০৩ শতাংশ জমা করেন এই তহবিলে।

-সংবাদ বিজ্ঞপ্তি