Home অন্যান্য প্রভুভক্ত কুকুরের ৩ মাস ধরে অপেক্ষা

প্রভুভক্ত কুকুরের ৩ মাস ধরে অপেক্ষা

প্রভুর অপেক্ষায়

বিজনেসটুডে২৪ ডেস্ক

মালিক করোনাভাইরাসে মারা গেছে তিন মাস আগে। তার পোষা কুকুরটি হাসপাতালেই অপেক্ষা করছে তার জন্য। চীনের উহানে এই ঘটনা ঘটেছ। শহরটি থেকে ডিসেম্বরের মাঝামাঝি ভাইরাসটি উৎপত্তি হয়েছিল।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, তিন মাস ধরে হাসপাতালে ঢুকে লবিতে অপেক্ষা করছে সাত বছর বয়সী পুরুষ মনগ্রিল কুকুরটি, তার নাম দেয়া হয়েছে চিয়াও বাও (ছোট্ট ধন)।

কুকুরটির মালিক উহানের তাইকা  হাসপাতালে ভর্তি হতেই পাঁচদিনের মাথায় মারা যায়। মালিকের শোকে কুকুরটি আর হাসপাতাল থেকে নড়েনি। তার অপেক্ষায় এর মধ্যে তিন মাস কাটিয়ে দিয়েছে সে।

হাসপাতালের ক্লিনার ৬৫ বছর বয়সী সু ইউসেন জানান, উহানে করোনায় মৃত ৩ হাজার ৮৬৯ জনের মধ্যে কুকুরটির মালিকও একজন। তিন মাস আগে তিনি মারা যান। এরপর থেকে চিয়াও বাওকে হাসপাতাল থেকে অনেক চেষ্টা করেও সরানো যায়নি।

চিয়াও বাও জানে না তার মালিক আর ফিরে আসবে না।  তার জন্য অধীর অপেক্ষায় আছে অনুগত এই প্রাণীটি। হাসপাতালের কর্মীরা তাকে প্রতিদিন খাবার দিয়ে থাকে।