Home Second Lead বালুর ট্রাকে মালবাহী ট্রেনের ধাক্কা: ৬ জন নিহত

বালুর ট্রাকে মালবাহী ট্রেনের ধাক্কা: ৬ জন নিহত

ছবি সংগৃহীত

ঘটনার পর থেকে গেটম্যান পলাতক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ফেনী: রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকে মালবাহী ট্রেনের ধাক্কায় ট্রাকচালকসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ছাগলনাইয়া উপজেলার ফাজিলপুর রেলস্টেশন ও মুহুরীগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী মুহুরীগঞ্জ ব্রিজ ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গেটম্যান ক্রসিংয়ের ব্যারিয়ার না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।

নিহতরা হলেন- ট্রাকচালক মো. মিজান (৩২) বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। মো. আশিক বাড়ি কুমিল্লার লাকসামে। আবুল খায়ের (৩৫) বাড়ি লাকসামে। রিপাত (১৬), সাজ্জাদ (১৬) ও দ্বীন মোহাম্মদ এ তিনজনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। এর মধ্যে দুজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। অন্যদের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ কারণে রেলওয়ে পুলিশ প্রথমে দুজন নিহত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নম্বর রেলগেটে সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। এ সময়  চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লাশ সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানার পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে।

পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।