Home Second Lead বঙ্গবন্ধু মৃত্যুহীন, চির অমর : সিটি প্রশাসক

বঙ্গবন্ধু মৃত্যুহীন, চির অমর : সিটি প্রশাসক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, বঙ্গবন্ধু মৃত্যুহীন, চির অমর।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য  সিটি কর্পোরেশনের উদ্যোগে  কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন,  আজ ১৫ই আগষ্ট। জাতির জন্য এক কলঙ্কময় দিন। জাতীয় শোক দিবস। ৪৫ বছর আগে ১৯৭৫ সালের এই দিনে পাক হায়েনাদের প্রেতাত্মা তথা একদল বিপথগামী সেনাবাহিনীর একটি চক্রান্তকারী চক্র সপরিবারে হত্যা করে বাঙালী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ৪৮, ৫২,৬৬, ৬৯, ৭০ সহ বিভিন্ন সময়ে মৃত্যুর দ্বার হতে বার বার ফিরে এসেছিলেন, ৭১-এ পাকিস্তানী হায়েনারা যা করতে পারে নাই, সেই কাজটিই অত্যন্ত ঠান্ডা মাথায় ও পূর্বপরিকল্পিতভাবে সম্পাদন করে পাপিষ্ঠ ঘাতকরা। ওরা মানুষ নামের হায়েনার দল, ওরা শয়তানের প্রেতাত্মা। ওরা জঘন্য। ওরা বিপথগামী হিংস্র জানোয়ারের দল।

শনিবার সকালে  নগর ভবনের সম্মুখস্থ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  সিটি  প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ৃয়া, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মুফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতার চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট  (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আকতার নেলী, প্রশাসকের একান্ত সচিব আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা শাহেদা পারভীন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ.কে.এম রেজাউল করিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দীকিসহ কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারীলীগ (সিবিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব ফোরাম এর পক্ষ থেকেও নগর ভবনের সম্মুখস্থ  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যা অর্পণ করা হয়। সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, ওয়ার্ড সচিব ফোরাম এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড সচিবগন উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে চসিক স্বাস্থ্য বিভাগ

জাতীয় শোক দিবস ২০২০ ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে  সিটি কর্পোরেশনের বছরব্যাপী কর্মর্সূচির অংশ হিসেবে স্বাস্থ্য বিভাগ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সকল ধরনের রোগীকে বিনামুল্যে  চিকিৎসা সেবা প্রদান করেছে।