Home First Lead বন্দরের পানামা ট্রাক টার্মিনাল জবরদখলমুক্ত ৪ বছর পর

বন্দরের পানামা ট্রাক টার্মিনাল জবরদখলমুক্ত ৪ বছর পর

ট্রাক টার্মিনাল উদ্ধারে বন্দর ম্যাজিস্ট্রেসির অভিযান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:

অবশেষে  প্রায় ৪ বছর পর জবরদখলমুক্ত হয়েছে ইজারা দেয়া চট্টগ্রাম বন্দরের ট্রাক টার্মিনালটি।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পোর্ট কানেক্টিংসড়কপাশে ৪ একর জমির ওপর নির্মিত ট্রাক টার্মিনালটি ব্যবহারের লাইসেন্স দেয়া হয়েছিল পানামা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে। তাদের অনুকূলে দেয়া লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। তারপরও সেটা বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে গড়িমসি করছিল তারা।

 পানামা ট্রেডার্স মামলার জালে ফেলে  হস্তান্তর বিলম্বিত করার অপপ্রয়াসে লিপ্ত ছিল ।  এর মধ্যে বন্দরের পাওনা দাঁড়ায় প্রায় ৮০ লাখ টাকা। বন্দর ম্যাজিস্ট্রেসি আজ অভিযান চালিয়ে উচ্ছেদ করে অবৈধ দখলদারকে। টার্মিনালের জায়গা বন্দরের দখলে নিয়ে আসা হয়েছে। পানামার কাছে পাওনা অর্থ আদায়ে মানি স্যুট মামলা করা হবে বলে জানিয়েছে বন্দর প্রশাসন।

বন্দর ম্যাজিস্ট্রেসি আজ সকাল থেকে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানে নামে। বন্দর কর্তৃপক্ষের ম্যাজিষ্ট্রেট গৌতম বাড়ৈ -এর নেতৃত্বে দিনভর উচ্ছেদ অভিযান চলে।

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।

শুরুতেই পতেঙ্গা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে শতাধিক স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ৪ একর জমি অবৈধ দখলমুক্ত হয়। এরপর উচ্ছেদ অভিযান চলে সল্টগোলা ও বন্দর মেইন মার্কেট এলাকায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্টেটের মাধ্যমে সারাবছর পরিচালনা করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত।

২০১৯ সালে ৪৫ লক্ষ টাকা জরিমানা এবং ৭০ লক্ষ টাকা বকেয়া পাওনা আদায়  হয়েছে। ৩৩০ জনকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে এ সময়ে ।