Home চেম্বার বাজেট জনকল্যাণমুখী: খলিলুর রহমান

বাজেট জনকল্যাণমুখী: খলিলুর রহমান

আলহাজ খলিলুর রহমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাজেটকে জনকল্যাণমুখী বলে অভিহিত করেছেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বার সভাপতি শিল্পপতি আলহাজ খলিলুর রহমান।

শনিবার বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্বাস্থ্যখাতে থোক বরাদ্দ সরাসরি জনকল্যাণে নানা সুযোগ সৃষ্টি করবে। অন্যদিকে কৃষি যন্ত্রপাতির শুল্ক কমিয়ে দেয়ায় দেশে কৃষি উন্নয়ন সহ দেশের জিডিপি টার্গেট এগিয়ে নিবে। রপ্তানি শিল্পের উৎসে কর ০.৫ % করায় দেশের রপ্তানি প্রবৃদ্ধি হবে। এছাড়া বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রির শুল্ক কমিয়ে দেয়ায় দেশের জণগন সরাসরি উপকৃত হবে।  দেশের এই দুর্যোগ অবস্থায়ও  উন্নয়ন খাতে বাড়তি বরাদ্দ রাখার জন্য এটাকে অবশ্যই জনকল্যাণমূখী বাজেট বলতে হবে

জনকল্যাণমুখী সাহসী ও সুচিন্তিত বাজেট প্রদানের জন্য  প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান।