শিপিং ডেস্ক: নরওয়ের ট্রন্ডহেইম উপসাগরে এক অভূতপূর্ব ঘটনায়, ১৩৫ মিটার লম্বা একটি কনটেইনারবাহী জাহাজ এসে আঘাত হানে এক ব্যক্তির বাড়ির ঠিক সাত মিটার দূরে। ভোররাতে যখন সবাই ঘুমিয়ে, তখন ‘এনসিএল সালটেন’ নামের এই জাহাজটি অপ্রত্যাশিতভাবে উপকূলে চলে আসে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর পাঁচটার কিছু আগে। সাইপ্রাস পতাকাবাহী ও নর্থ সি কনটেইনার লাইনের মালিকানাধীন ৮৬২ টিইইউ ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি তখন পশ্চিমাঞ্চলীয় ওর্কানগার বন্দরের দিকে যাচ্ছিল। ট্রন্ডহেইমের উপকণ্ঠ বাইনেসেট এলাকায় হঠাৎ করেই এটি স্থলভাগে উঠে পড়ে, যেখানে বসবাস করেন স্থানীয় বাসিন্দা ইয়োহান হেলবার্গ।
ঘটনার বিবরণ দিতে গিয়ে হেলবার্গ বলেন, “ঘুম থেকে উঠলাম যখন পাশের বাড়ির প্রতিবেশী দরজায় কল দিলেন। জানালা দিয়ে তাকিয়ে দেখি বিশাল এক জাহাজ আমার সামনে দাঁড়িয়ে। এত বড় কিছু কখনো চোখে দেখিনি, ঘাড় উঁচিয়ে দেখতে হয়েছে। এটা অবিশ্বাস্য।”
জাহাজটি যখন ধীরে ধীরে উপকূলে ধাক্কা খাচ্ছিল, তখন বাড়ির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। সৌভাগ্যক্রমে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি জাহাজে থাকা ১৬ জন ক্রুর কেউই আহত হননি। নরওয়ের, লিথুয়ানিয়ার, ইউক্রেন ও রাশিয়ার ক্রুরা এই জাহাজে ছিলেন।

তবে হেলবার্গের বাড়ির সামনের অংশে থাকা একটি গরম পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামান্য কিছু পাথর ও সামুদ্রিক শৈবাল ছড়িয়ে পড়েছে উঠানে।
পুলিশ নিশ্চিত করেছে, জাহাজে থাকা একজন ক্রুকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটি কিংবা মানবিক ভুলের দিকেই ইঙ্গিত করছেন তদন্তকারীরা।
ট্রনডেলগ পুলিশ জেলার মুখপাত্র পার ক্রিশ্চিয়ান স্টকে এনআরকে-কে বলেন, “আমরা সব ক্রুকে জিজ্ঞাসাবাদ করেছি এবং একজনকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছি।”
নর্থ সি কনটেইনার লাইনের প্রধান নির্বাহী বেন্টে হেটল্যান্ড বলেন, “ঘটনাটি ইচ্ছাকৃত ছিল বলে আমাদের কোনও ধারণা নেই। তবে বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি।”
প্রথম চেষ্টায় জাহাজ সরানো সম্ভব হয়নি। তবে উদ্ধারকাজের দায়িত্ব নিয়েছে নরওয়েজিয়ান কোস্টাল অ্যাডমিনিস্ট্রেশন এবং সন্ধ্যায় উচ্চ জোয়ারের সময় আবারও অপসারণের চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে একাধিক টাগবোট মোতায়েন রয়েছে।
২৫ বছর ধরে একই বাড়িতে বসবাস করা হেলবার্গ শেষমেশ বললেন, “সাধারণত জাহাজগুলো বাঁ বা ডানে ঘুরে ফিয়র্ডে ঢোকে, কিন্তু এটি যেন সরাসরি আমার বাড়ির উঠানে চলে এলো। ভাগ্য ভালো, একটু দিক বদল হলে হয়তো আমার ঘরেই ধাক্কা লাগতো।
পাঠকদের প্রতি আহ্বান (CTA):
আপনি কি এমন অপ্রত্যাশিত ঘটনা বা প্রকৃতির বিস্ময়ের মুখোমুখি হয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন নিচের মন্তব্যের ঘরে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আরো এমন অনুসন্ধানী সংবাদ পেতে চোখ রাখুন: www.businesstoday24.com