Home খেলাধুলা বিসিবি পরিচালকের পদ হারালেন ফারুক আহমেদ, ক্রীড়াঙ্গনে তোলপাড়

বিসিবি পরিচালকের পদ হারালেন ফারুক আহমেদ, ক্রীড়াঙ্গনে তোলপাড়

ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান অস্থিরতার মধ্যেই বড় ধরনের সিদ্ধান্তে নতুন করে আলোড়ন শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে বিসিবির পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। ২৯ মে জারি করা এক সরকারি আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২(খ)(৪) ধারা অনুসারে এবং স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের পেছনে রয়েছে বিসিবির অভ্যন্তরীণ অনাস্থা ও আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্ত। ২৮ মে বিসিবির ৯ পরিচালক থেকে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে লিখিতভাবে অভিযোগ দেন। তার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে ডেকে পদত্যাগের পরামর্শ দেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

তবে ফারুক আহমেদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পদত্যাগে অস্বীকৃতি জানান। উল্লেখযোগ্য যে, বিপিএল পরিচালনা এবং বিভিন্ন আর্থিক বিষয়ে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, যেগুলো নিয়ে স্বাধীন তদন্ত কমিটি কাজ করেছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতেই জাতীয় ক্রীড়া পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই সিদ্ধান্তের ফলে বিসিবিতে এখন একটি পরিচালক পদ শূন্য হয়ে গেছে। শুধু তা-ই নয়, সভাপতি পদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে, যেহেতু অনেক পর্যবেক্ষক মনে করছেন, বোর্ডে সরকারের সরাসরি হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর বিধি লঙ্ঘনের শামিল হতে পারে। এর ফলে বাংলাদেশ ক্রিকেটকে সাময়িক নিষেধাজ্ঞার ঝুঁকিও বহন করতে হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই সংকট যদি দ্রুত সমাধান না হয় তাহলে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট কাঠামোতেও তার বিরূপ প্রভাব পড়তে পারে।


👉 প্রতিবেদনটি শেয়ার করুন ক্রিকেটপ্রেমী বন্ধুদের সঙ্গে।
👉 আরও আপডেট জানতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।