বিজনেসটুডে২৪ প্রতিনিধি,
চট্টগ্রাম: আন্তর্জাতিক চেইন হসপিটালিটি গ্রুপ বেস্ট ওয়েস্টার্ন-এর চট্টগ্রামে যাত্রা শুরু হয়েছে আজ সোiমবার। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সেনাকল্যাণ ট্রেড সেন্টারে বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্স-এর উদ্বোধন ঘোষণা করা হয়।
সেনা কল্যাণ ট্রেড সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে লোগো উন্মোচনের মধ্য দিয়ে সফট ওপেনিং হয় ।
এ সময় উপস্থিত ছিলেন বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের চেয়ারম্যান মো. শাহ আলম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রহমান, বিজনেস পার্টনার অ্যান্ড ডেভলপমেন্ট ফর বেস্ট ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল মেজর (অব.) শওকত হোসেইন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এএফএম শওকত আহমেদ, পরিচালক জহির উদ্দিন আহমেদ, এ কে এম শামসুজ্জামান ( রাসেল) , এম নাজমুল হোসেইন টুটুল, মো. ইউসুফ, কুতুব উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ, ফিরোজ আহমেদ, রিংকু কান্তি দাশ, কাজী মনসুর উদ্দিন, মো. সালাউদ্দিন, রুহুল আমিন স্বাধীন, মো. শহীদ উল্লাহ, মো. ওসমান গনি, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন, মো. আশিকুল হক প্রমুখ।
বন্দর নগরীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একমাত্র চার তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্স। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হোটেলে রয়েছে ৮৮টি কক্ষ। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে সম্মেলন কক্ষ। রয়েছে বার, সুইমিং পুল, কফি শপ, ফিটনেস সেন্টার-স্পাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা ।
বর্তমানে বানিজ্যিক রাজধানীর একমাত্র ৫ তারকা মানের হোটেল রেডিসন ব্লু। শাহ আমানত বিমানবন্দরের পাশে তৈরি হচ্ছে বিশ্বমানের আর একটি পাঁচ তারকা হোটেল ‘পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন’। পতেঙ্গা নেভাল রোডের পাশে কর্ণফুলী টানেলের সন্নিকটে তৈরি হচ্ছে হোটেল ‘পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন’ ২০৮ কোটি টাকা ব্যয়ে । শিগগির চালু হবে বলে আশা করা যাচ্ছে। হোটেলে ২০০টির বেশি অতিথি কক্ষ থাকবে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেরিয়ট ইন্টারন্যাশনাল প্যাসিফিক জিন্সের সঙ্গে চট্টগ্রামে ২৫০ কক্ষের জেডব্লিউ ম্যারিয়ট হোটেল চট্টগ্রাম নির্মাণ করছে । ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট চট্টগ্রামেও একটি ওয়েস্টিন হোটেল ৩০০ মিলিয়ন ডলারে তৈরি করছে। ফ্রান্সের অ্যাকর্ড গ্রুপও চট্টগ্রামে তাদের ব্র্যান্ড হোটেল সোফিয়া স্থাপন করবে।