Home অন্যান্য উ চ হ্লা ভান্তে মারা গেছেন

উ চ হ্লা ভান্তে মারা গেছেন

উ চা হ্লা ভান্তে

বাংলাদেশের অন্যতম শীর্ষ বৌদ্ধ ভিক্ষু বান্দরবান স্বর্ণ বৌদ্ধ ধাতু জাদির প্রতিষ্ঠাতা পঞ্ঞাজোত মহাথের ( চা হ্লা ভান্তে) মারা গেছেন সোমবার বেলা ১২ ঘটিকায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর কথা ঘোষণা করে তিনি গত ১০ এপ্রিল থেকে এই হাসপাতালের আইসিইউ ইউনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন ম্যাক্স হাসপাতালের জেনারেল ম্যানেজার রঞ্জন প্রসাদ দাসগুপ্ত  তথ্য স্বীকার করেছেন

শুক্রবার (১০এপ্রিল) সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি মুলত: মায়ো কার্ডিয়াল ইনফেকশনে ভুগছিলেন এবং এই হাসপাতালের ডা. আশীষ দে  চিকিৎসাধীন ছিলেন

সূত্র : পার্বত্যনিউজ