Home আগরতলা ভারতে প্রচুর সাংবাদিক চাকরি হারানোর পথে

ভারতে প্রচুর সাংবাদিক চাকরি হারানোর পথে

দিল্লি: করোনার জেরে ভারতজুড়ে একাধিক বড় সংবাদ প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে অনেক সাংবাদিকই চাকরি খুইয়েছেন, এছাড়াও বেতন-ভাতা পাওয়া নিয়েও সংশয়ে ভুগছেন একাধিক সংস্থার সাংবাদিকরা

জনপ্রিয় দুই ইংরেজি সংবাদ প্রতিষ্ঠানদ্য ইন্ডিয়ান এক্সপ্রেসবিজনেস স্ট্যান্ডার্ডনিজেদের কর্মীদের আদেশ দিয়েছে বেতন কাটছাঁটের জন্য। ভারতবর্ষের অন্যতম সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের একটি হলদ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর ভারতবর্ষের অন্যতম প্রধান ব্যবসা বিষয়ক ইংরেজি সংবাদপত্র হিসেবে নাম আসেবিজনেস স্ট্যান্ডার্ডএর

দেশের বিখ্যাত সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিনআউটলুকনিজেদের ম্যাগাজিন ছাপার কাজ বন্ধ রেখেছে। লকডাউনের সময় কাগজ সহ অন্যান্য জিনিসের যোগান কম এবং অর্থের অভাবে এই জনপ্রিয় ম্যাগাজিন এখন আর ছাপা হয় না

জাতীয় স্তরের একটি অন্যতম হিন্দিভাষী নিউজ চ্যানেলনিউজ নেশনএর একটি ইংরেজি ওয়েবসাইট পোর্টালও রয়েছে। সেই ইংরেজি পোর্টালের ১৬ জন কর্মীকে ছাঁটাই করেছে এই সংস্থা

জনপ্রিয় সংবাদপত্রটাইমস অফ ইন্ডিয়াএর একটি বিশেষ সাপ্লেমেন্টারি হিসেবে খুবই প্রচলিতসানডে ম্যাগাজিনএর গোটা টিমকে ছাঁটাই করে দেওয়া হয়েছে টাইমসের তরফ থেকে

জনপ্রিয় অনলাইন ইংরেজি পোর্টালকুইন্টনিজেদের কর্মীদের বলা হয়েছে বিনা পারিশ্রমিকে ছুটি নিতে। অর্থাৎ ছুটি চলাকালীন কুইন্টের সাংবাদিকরা কোনও বেতন পাবেন না

দেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেলইন্ডিয়া টুডেএকটি তালিকা তৈরি করছে যার মধ্যে ৪৬জন রিপোর্টার, ৬জন ক্যামেরাম্যান ১৭জন প্রোডিউসার রয়েছে। এই তালিকায় নথিভুক্ত সকলকে আগামী দিনে ছাঁটাই করে দেওয়া হবে আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য

বিজনেসটুডে২৪ ডেস্ক