Home ব্যাংক-বিমা মহাখালীতে এনসিসি ব্যাংক

মহাখালীতে এনসিসি ব্যাংক

উদ্বোধন করছেন চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম

ঢাকা: মহাখালীতে এনসিসি ব্যাংকের ১২২তম শাখা বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার নাইমুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক খায়রুল আলম চাকলাদার, অডিট কমিটির চেয়ারম্যান ইতরাত হোসেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, এসইভিপি ও হেড অব অপারেশনস মুহাম্মদ এইচ কাফী, এসইভিপি ও গুলশান শাখার ব্যবস্থাপক মো. মাহবুব আলম, এসইভিপি ও বনানী শাখার ব্যবস্থাপক মো. জাকির আনাম, ইভিপি আবদুল্লাহ আল-কাফী মজুমদার, এসভিপি ও মহাখালী শাখার ব্যবস্থাপক একেএম ইখলাসুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি