Home Third Lead মাদারীপুরে  নতুন করে শনাক্ত ৫

মাদারীপুরে  নতুন করে শনাক্ত ৫

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মাদারীপুর:করোনাভাইরাসে নতুন করে ৫ জন শনাক্ত হয়েছে।

মাদারীপুরের মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এদের মধ্যে শিবচর উপজেলার ১৫ জন এবং সদর, রাজৈর ও কালকিনিতে একজন করে শনাক্ত হয়েছে । গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ১১০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে  ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মাদারীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮। এদের মধ্যে ৫জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। এরা দ্বিতীয় বার আক্রান্ত হয়েছে।

১৯ মার্চ থেকে লকডাউন চলছে শিবচর উপজেলা। এছাড়া জেলায় দুপুর ২টার পর বন্ধ রয়েছে ফার্মেসী ছাড়া সমস্ত দোকান-পাট।  সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে জনপ্রশাসন। মাদারীপুর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ করোনা প্রতিরোধ কমিটি সচেষ্ট রয়েছে মাদারীপুরের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী শহরসহ গ্রামেও মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।