দেশের অন্যতম বুহৎ শিল্পগোষ্ঠি মেঘনা গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আসছে শুক্রবার। টার্কিশ এয়ারলাইন্সে এই পেঁয়াজ আসছে।
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে তুরস্ক থেকে পেঁয়াজ আসছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে টার্কিশ এয়ারলাইনসে করে পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছাবে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, বাজার স্থিতিশীল রাখতে মেঘনা গ্রুপ পেঁয়াজ আমদানি করছে। আকাশ পথে তাদের আরও কয়েকটি চালান আসছে। এ ছাড়া, সমুদ্রপথেও তাদের পেঁয়াজের চালান চট্টগ্রাম পৌঁছবে ১ ডিসেম্বর। রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে পেঁয়াজ সরবরাহ করছে মেঘনা। মোস্তফা কামাল জানান, লবণ নিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা নিয়ন্ত্রণেও এই শিল্পগোষ্ঠি কার্যকর ভূমিকা রাখছে সরকারের সব স্তরের প্রশাসন, অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে সক্রিয় সহযোগিতার মাধ্যমে ।
বিজনেসটুডে২৪