Home আন্তর্জাতিক রাফাল যুদ্ধ বিমান ক্ষতির কথা স্বীকার ভারতের

রাফাল যুদ্ধ বিমান ক্ষতির কথা স্বীকার ভারতের

রাফাল যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

রবিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় বিমানবাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী স্বীকার করেন, সাম্প্রতিক অভিযানে ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি তাৎপর্যপূর্ণ কিছু গোপন রেখে বলেন, “যুদ্ধ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি হবেই। তবে প্রশ্ন হলো, আমরা আমাদের উদ্দেশ্য অর্জন করেছি কি না। উত্তর হলো, নিরঙ্কুশভাবে হ্যাঁ।”

অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের বিমানবাহিনী একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯। ভারতের পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করা হয়নি।

ফরাসি গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দু’জন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চীনা প্রযুক্তিতে নির্মিত পাকিস্তানি একটি জে-১০সি যুদ্ধবিমান অন্তত দুটি ভারতীয় বিমান গুলি করে নামিয়েছে। এটি হলে তা চীনের আধুনিক যুদ্ধবিমানের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হবে।

রবিবারের সাংবাদিক সম্মেলনে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা জানান, পাকিস্তানের চালানো ড্রোন হামলা সীমিত ক্ষতি করেছে এবং অধিকাংশই প্রতিহত করা হয়েছে। তিনি বলেন, “আমাদের সব পাইলট নিরাপদে ঘরে ফিরেছেন এবং আমরা আমাদের বার্তা পরিষ্কারভাবে দিয়েছি যে আগ্রাসন বরদাস্ত করা হবে না।”