Home বিনোদন রুনা খানের সাহসী ফটোশুট: প্রশংসা বনাম কটাক্ষ

রুনা খানের সাহসী ফটোশুট: প্রশংসা বনাম কটাক্ষ

বিনোনদন ডেস্ক:

বহমান হাডসন নদীর তীরে দাঁড়িয়ে আছেন রুনা খান। আলগা চুল, হালকা হাসি, গায়ে টপস, পরনে শর্টস—একেবারে মুক্ত মেজাজে। ছবিগুলো তুলেছেন নিউ ইয়র্কে, তা নিজেই জানিয়েছেন ক্যাপশনে: “হাডসন নদীর তীরে, নিউ ইয়র্ক।”

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর এমন কিছু ছবি ঘিরে সম্প্রতি সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ প্রশংসায় পঞ্চমুখ, কেউ আবার কটাক্ষে সরব।

এর আগেও আলোচনায় ছিলেন রুনা খান। ওজন কমানোর পর শরীরচর্চার নানা ছবি প্রকাশ করে অনেকের দৃষ্টি কেড়েছিলেন। কখনো ভিন্নধর্মী ফ্যাশন, কখনো সাহসী পোশাকে ধরা দিয়ে তিনি নিজেকে উপস্থাপন করেছেন এক ভিন্ন আলোকে।

নাট্যনির্মাতা নোমান রবিন মন্তব্য করেছেন, “আমার বউডারে এমন বেহেস্তি পোশাকে মুক্ত আকাশের নিচে উড়তে দেখতাম চাই… খুব শিগগির নিউ ইয়র্কে আসমু।” জীবন তাপস তন্ময় লিখেছেন, “সাহসী হৃদয়।” অন্যদিকে তুহিন চৌধুরী মন্তব্য করেছেন, “সুন্দর মানুষটির জন্যে প্রকৃতিও সৌন্দর্যের অহংকারে নিজেকে মেলে ধরেছে।”

কিন্তু এই প্রশংসার পাশাপাশি রয়েছে বিদ্রূপও। কেউ মন্তব্য করেছেন, “বয়স হয়ে গেছে, তবু নিজেকে জাহির করার লোভ সামলাতে পারছেন না।” আরেকজন লিখেছেন, “৫০ বছর গড়া সম্মান ৫০ সেকেন্ডেই নষ্ট করে ফেললেন।” তবে এমন মন্তব্যের জবাব দিতে আগ্রহী নন রুনা খান। বরাবরের মতো এবারও নিজের মতো করেই উপভোগ করছেন জীবন।

বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। ঈদুল আজহার সময় হইচই ও আইস্ক্রিনে মুক্তি পেয়েছে তার একাধিক কাজ। ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘পাপ কাহিনী’ এবং ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’ ইতোমধ্যে দর্শকের প্রশংসা পেয়েছে।

সময় পাল্টাচ্ছে, বিনোদন শিল্পেও এসেছে ব্যাপক পরিবর্তন। অনেকেই বিশ্বাস করেন, রুনা খান সেই পরিবর্তনেরই প্রতীক। নিজের শরীর, স্বাধীনতা এবং জীবনচর্চাকে নিজের মতো করে প্রকাশ করতেই ভালোবাসেন তিনি।

আপনি কী ভাবেন—রুনা খানের এই সাহসী উপস্থিতি নারীর স্বাধীনতার এক রূপ, নাকি অতিরঞ্জিত আত্মপ্রকাশ? মন্তব্যে জানান আপনার মতামত।


📢 আরও বিনোদন সংবাদ পড়তে ভিজিট করুন: বিজনেসটুডে২৪.কম

📲 আমাদের ফেসবুক পেজে লাইক দিন, প্রতিদিন বিনোদনের নতুন খবর পেতে।