Home কর্পোরেট লবণসহিষ্ণু ডায়মন্ড কোস্টাল প্লাস’র চতুর্থ বর্ষপূর্তি

লবণসহিষ্ণু ডায়মন্ড কোস্টাল প্লাস’র চতুর্থ বর্ষপূর্তি

  • আর্দ্রতা প্রতিরোধ ও ফেয়ারফেইস স্ট্রাকচারের জন্য ডায়মন্ড কোস্টাল প্লাস বিশেষভাবে উপযোগী: লায়ন হাকিম আলী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: দেশের প্রথম লবণসহিষ্ণু সিমেন্ট-ডায়মন্ড কোস্টাল প্লাস এর চতুর্থ বর্ষপূর্তি আজ রবিবার মাঝিরঘাটে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়্

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আজিম আলী। তিনি সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক আলহাজ্ব লায়ন মো. হাকিম আলী বলেন, ডায়মন্ড কোস্টাল প্লাস বাজারে আনার প্রধান উদ্দেশ্য ছিল উপকূলীয় অঞ্চলে লবণ ও বৈরী আবহাওয়ার ক্ষয় থেকে স্থাপনাকে অধিকতর সুরক্ষা প্রদান। এই সিমেন্ট এমনভাবে তৈরি করা হয় যা উপকূলীয় অঞ্চলের পাশাপাশি অন্য সব জায়গাতেও ব্যবহার করা যায়। এছাড়াও আর্দ্রতা প্রতিরোধ ও ফেয়ারফেইস স্ট্রাকচারের জন্য ডায়মন্ড কোস্টাল প্লাস বিশেষভাবে উপযোগী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর জিএম(ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন, জিএম(প্ল্যান্ট) গোলাম মোস্তফা, ডিজিএম(মার্কেটিং) আব্দুর রহিম, ডিজিএম সাজ্জাদুল আনিস চৌধুরী শাহীন, ডিজিএম আব্দুল মান্নান, ডিজিএম মো. ইউসুফ চৌধুরী, এজিএম জসিম উদ্দীন সরকার, এজিএম কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার দীপ্তিমান দাশ, ম্যানেজার আব্দুল মোতালেব, হরুনুর রশীদ, ইশতিয়াক রায়হান মাহমুদ, মো. আমান উল্লাহ চৌধুরীসহ অনেকে।
সিমেন্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমএ মোনাফ, শেখ মো. হোসেন চৌধুরী, মো. আলী আকবর, লায়ন মো. ইব্রাহীম, মো. শাহাবুদ্দীন, শেখ মনসুর, মাকসুদ আলম আলমদার, খাজা নাছির উদ্দীন, সিরাজুল ইসলাম চৌধুরী, মো. ইউসুফ আলী, আবুল বসর তালুকদার প্রমুখ।