Home বিনোদন শরীফ আস্-সাবের এর ‘বিবর্ণ বর্ণমালা’র প্রকাশনা উৎসব

শরীফ আস্-সাবের এর ‘বিবর্ণ বর্ণমালা’র প্রকাশনা উৎসব

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,

ঢাকা: কবি শরীফ আস্-সাবের এর কবিতার বই ‘বিবর্ণ বর্ণমালা’ এর প্রকাশনা উৎসব গত মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বই প্রকাশ করেছে সময় প্রকাশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবূল্লাহ সিরাজী। তিনি  ‘বিবর্ণ বর্ণমালা’ থেকে  একটি কবিতা আবৃত্তি করে শোনান।

‘বিবর্ণ বর্ণমালা’র মোড়ক উন্মোচন

 

বংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও সময় প্রকাশন এর কর্ণধার ফরিদ আহমেদ সভাপতিত্ব করেন। বইটির উপর আলেচনায় অংশ নেন কবি ও ছড়াকার আলম তালুকদার, কবি রহিমা আখতার কল্পনা, লালচান’ হিসাবে খ্যাত কবি ও ছড়াকার শাহ কামাল, কবি ও গল্পকার দীলতাজ রহমান, কানাডা প্রবাসী কবি ও সাংবাদিক সৈকত রুশদী, কবি খোন্দকার শওকত হোসেন, সাহিত্যিকে আ ক ম  সাইফুল ইসলাম চৌধুরী, মধ্যপ্রাচ্য প্রবাসী কবি সৈয়দ আমীর আলী, কথাশিল্পী বজলুল হক বিশ্বাস ও লেখক আতিয়ান নাহার।

‘বিবর্ণ বর্ণমালা’ এখন পাওয়া যাচ্ছে বইমেলায় সময় প্রকাশনের সোরাওয়ার্দী উদ্যান স্টলে (স্টল নং ২৭)।