Home চট্টগ্রাম শাহ আমানত সেতুমুখে শান্তি সমাবেশ

শাহ আমানত সেতুমুখে শান্তি সমাবেশ

 নগরীর শাহ আমানত ব্রিজের প্রবেশ মুখে শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন নগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগ নতুন শাহ আমানত ব্রিজের প্রবেশ মুখে মঙ্গলবার বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়মী লীগের সভপতি আহমেদ ইলিয়াছ, মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, ৩৫নং ওয়াড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফয়জুল্লা চৌধুরী বাহাদুর, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো.ইউনুস কোম্পানী, যুগ্ম-আহবায়ক আলী নেওয়াজ, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সহ সভাপতি নুরুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেবাশিষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর  প্রমুখ।