Home অন্যান্য সাফিক দম্পতি করোনায় আক্রান্ত

সাফিক দম্পতি করোনায় আক্রান্ত

সাফিক আহমেদ সালাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:  করোনায় আক্রান্ত হয়েছেন এশিয়ান  গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাফিক আহমেদ সালাম। সাফিক আহমেদের স্ত্রীর শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দুজনেই নিজ বাসায় আইসোলেশনে ।

শনিবার  চট্টগ্রামের ফৌজদারহাটে  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবের রিপোর্টে তাদের নমুনা পরী্ক্ষার ফল পজেটিভ এসেছে।

তরুণ শিল্পপতি সাকিফ সালাম  নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

বলেন, ‘আমার কোনও উপসর্গ ছিল না। তবে আমার ওয়াইফের সামন্য জ্বর ছিল। তাই সচেতনতার অংশ হিসেবে আমরা গত ২১ তারিখ নমুনা জমা দেই৷ দুজনেরই করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।’

সাফিক আহমেদ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালক। তার বাবা এম এ সালাম এশিয়ান অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন  বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি।