Home Second Lead সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ফরিদপুর-৩ আসনের সাংসদ, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিজেই।

বলেন, বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসাতেই আছেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালো।

দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

ইঞ্জিনিয়ার মোশারফের করোনা পরীক্ষার ফল পেয়েছেন বৃহস্পতিবার। তাতে করোনা পজিটিভ এসেছে।