Home পরিবেশ সবচেয়ে বিষাক্ত সাপ ‘সিন্ধু কালাচ ‘ উদ্ধার

সবচেয়ে বিষাক্ত সাপ ‘সিন্ধু কালাচ ‘ উদ্ধার

বিজনেসটুডে২৪ ডেস্ক

এশিয়ার সবথেকে বিষধর সাপ (WALLS KRAIT) উদ্ধার হলো ভারতের জলপাইগুড়িতে। স্থানীয় সুত্রে জানা গেছে রাতের খাওয়া সারবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় এক পরিবারের সদস্যরা। আচমকাই তারা দেখতে পান একটি বড়সড় সাইজের দাঁড়াস সাপের মতো একটি সাপ ঘরের বেড়ার ফুটো দিয়ে মুখ বের করে জিভ নাড়ছে । সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পরিবেশপ্রেমী সংস্থা ওয়াইল্ড লাইফকে।

খবর পেয়েই সংস্থার সম্পাদক দেবার্ঘ রক্ষিত এক সদস্যকে নিয়ে ওই বাড়িতে যান। এরপর টর্চ লাইট জ্বালিয়ে আলো ফেলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। দেখতে পান এটি একটি ওয়ালস ক্রেইট। এরপর যথেষ্ট সতর্কতা অবলম্বন করে বেশ কিছুক্ষণের চেষ্টায় অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন।

দেবার্ঘ জানান এই সাপটিকে বাংলায় সিন্ধু কালাচ বলা হয়। এশিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ এই WALLS KRAIT । আর এই সাপকেই মানুষ নির্বিষ সাপ দাঁড়াস ভেবে ভুল করে থাকে। এর তীব্র বিষ। ছোবল দিলে দাগ কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায়। যার ফলে এই সাপে কাটা রোগীকে চিকিৎসা দিতে সমস্যায় পড়ে যান চিকিৎসকরা। তিনি বলেন, “সাপটিকে উদ্ধার করে তাঁরা বন দফতরে খবর দেন। পরে বন দফতরের পরামর্শে সাপটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।”