সিন্ডিকেট সভায় ল্যাব অনুশীলন কার্যক্রম জোরদার করার তাগিদ
চট্টগ্রাম: চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) এর সিন্ডিকেট সভা শনিবার (১৮ মে ) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সিবিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য প্রফেসর ড: ওবায়দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মোহাম্মদ আব্দুছ ছালাম, এস.এম. আবু তৈয়ব, ফরহাত আব্বাস, এস. এম. সাজেদুল ইসলাম এবং ইউজিসি মনোনিত সিন্ডিকেট সদস্য চুয়েটের অধ্যাপক ড: কাজী দেলোয়ার হোসেন ও সরকার মনোনিত সিন্ডিকেট সদস্য শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার ও সিন্ডিকেট সদস্যবৃন্দ।
সিবিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে ল্যাব অনুশীলন কার্যক্রম জোরদার করার তাগিদ দেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে অধিকতর যত্নশীল হওয়ার আহ্বান জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে একাডেমিক কাউন্সিলে গৃহীত প্রস্তাবনাসমূহ অনুমোদিত হয়। এ মাসের শেষ সপ্তাহে অত্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত এডমিশন ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিবিইউএফটি’র সার্বিক কর্মকান্ডকে আরো গতিশীল ও বিদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটির সাথে Colaboration কার্যক্রম আরো সম্প্রসারণ করার উপর গুরুত্বারোপ করা হয়।- সংবাদ বিজ্ঞপ্তি