বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত বিশিষ্ট শিপিং ব্যবসায়ী, দানবীর হাসান মাহমুদ চৌধুরীর অবস্থা সংকটাপন্ন।
রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসান মাহমুদ চৌধুরী চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এবং কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান। ফাউন্ডেশনের তরফে সিটি কর্পোরেশনের সেবকদের ইউনিফর্মের জন্য ২০ লাখ টাকা অনুদান হস্তান্তরসহ আরও বেশকিছু সেবামূলক কাজে গিয়েছিলেন চট্টগ্রামে।
করোনার লক্ষণ নিয়ে তিনি ফিরে আসেন রাজধানীতে। করোনা পজেটিভ হওয়ার পর শুরুতে নিজ বাসায় থেকে চিকিৎসা নেন। অবস্থার অবণতি হলে দ্রুত ভর্তি হন আনোয়ার খান মেডিক্যালে।