Home শিক্ষা মেয়ের অনুপ্রেরণায় আবার ছাত্র জীবন, ৪৬ বছর বয়সে মাস্টার্সে

মেয়ের অনুপ্রেরণায় আবার ছাত্র জীবন, ৪৬ বছর বয়সে মাস্টার্সে

ছবি চায়না ডেইলি

বিজনেসটুডে২৪.কম ডেস্ক: শেখার কোনো বয়স নেই প্রবাদটির জীবন্ত প্রমাণ হয়ে উঠেছেন চীনের শানডং প্রদেশের ৪৬ বছর বয়সী তিয়ান ইউনলিয়াং। বয়স, ব্যর্থতা বা সামাজিক চাপ কোনো কিছুই তাকে থামাতে পারেনি স্বপ্নের মাস্টার্সে পৌঁছাতে। দীর্ঘ তিন বছরের কঠোর অধ্যবসায়ের পর অবশেষে তিনি কিলু ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ফাইন্যান্সে মাস্টার্সে ভর্তি হয়েছেন।

তিয়ানের শিক্ষা যাত্রা শুরু হয় অনেক আগেই। ২০০০ সালে টেকনিক্যাল সেকেন্ডারি স্কুল থেকে পাস করার পর দীর্ঘ বিরতি। ২০২১ সালে তিনি জুনিয়র কলেজ ডিগ্রি অর্জন করেন এবং পরের বছরই শুরু করেন পোস্টগ্র্যাজুয়েট প্রবেশ পরীক্ষার প্রস্তুতি।

দিনে ছোট ব্যবসা, রাতে বইয়ের সঙ্গে লড়াই তিন বছর ধরে প্রতিদিন ভোর ৫:৩০ টায় উঠে শুরু করতেন পড়া, যা চলত রাত ১১:৩০ পর্যন্ত। এতসব কষ্টের মাঝেও ক্লাসে গিয়ে তিনি হোঁচট খান প্রথমেই নিরাপত্তারক্ষী তাকে একজন ছাত্রের অভিভাবক ভেবে ঢুকতে দেননি। ক্লাসে গিয়ে দেখেন, এমনকি শিক্ষকরাও তার চেয়ে বয়সে ছোট।

তিয়ানের এই জার্নির সবচেয়ে আবেগঘন অংশ তার মেয়েকে ঘিরে। তার মেয়ে তখন উচ্চ মাধ্যমিকে পড়ছিল, আর তিয়ান চাননি মেয়েকে শুধু মুখে আদর্শ দিতে চেয়েছেন বাস্তব উদাহরণ হতে। তিনি বলেন, “আমি চাই আমার মেয়ে আমাকে দেখে অনুপ্রাণিত হোক। আমি তাকে বোঝাতে চেয়েছি, চেষ্টা করলে সব সম্ভব।”

যদিও দুইবার পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি হতাশ হয়েছিলেন, কিন্তু মেয়ের অনুপ্রেরণাই তাকে চালিয়ে যেতে সাহায্য করে।

অবশেষে ২০২৫ সালে কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়। তার গল্প চীনের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য মানুষ প্রশংসা করছেন তার দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও আত্মপ্রত্যয়ের জন্য।

তিয়ান ইউনলিয়াং এখন কেবল একজন শিক্ষার্থী নন, তিনি চীনের হাজারো মধ্যবয়সী মানুষের কাছে এক আলোকবর্তিকা।  যিনি দেখিয়েছেন, জীবনের যে কোনো মুহূর্তে নতুন করে শুরু করা সম্ভব।

সূত্র চায়না ডেইলি