Home অন্যান্য ৭ম লোকসংস্কৃতি উৎসব ২০২০ উদ্বোধন

৭ম লোকসংস্কৃতি উৎসব ২০২০ উদ্বোধন

ওডিসি এন্ড টেগর ডান্স মুভমেন্ট এর শিল্পীদের উদ্বোধনী নৃত্য

গচট্টগ্রাম:  ৭ম লোকসংস্কৃতি উৎসব  জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রাম এর অনিরুদ্ধ মুক্তমঞ্চে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে আপোষহীন লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দু’দিনের এই উৎসব ‘অস্তিত্বের সন্ধানে, শিকড়ের টানে’  শ্লোগানকে নিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ

 উৎসব প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।   অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।  অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু।  স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব।  শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭ম লোক সংস্কৃতি উৎসব প্রস্তুতি কমিটির আহবায়ক দেবাশীষ রায় ও সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ মিনহাজ। উৎসব ঘোষনা পাঠ করেন সংগঠনের সদস্য চিন্ময় দাশ।  উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সমীক্ষা সংঘের পরিচালক কল্লোল দাশ।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আমাদের লোক সংস্কৃতি আজ হুমকির মুখে। আমাদের লোকায়ত সংস্কৃতিকে আমাদেরকেই রক্ষা করতে হবে, কোনোভাবে তার ব্যত্যয় হলে আমাদের অস্তিত্ব চরম সংকটের মুখে পড়বে। নতুন প্রজন্মকে নিজের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য সম্বন্ধে জানতে হবে এবং জাতিগত বিকাশের পথ খুঁজে বের করতে হবে।

ওডিসি এন্ড টের ডান্স মুভমেন্ট এর শিল্পীদের উদ্বোধনী নৃত্যর মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়।

আলোচনা সভা শেষে প্রমা অবন্তীর পরিচালনায় লোকনৃত্য পরিবেশন করেন ওডিসি এন্ড টেগর ডান্স মুভমেন্ট এর শিল্পীরা। এরপর চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী জয় সেন হিরো ও ববি মনি, মনোমুগ্ধকর মাইজভান্ডারী গান পরিবেশন করেন বিশিষ্ট মাইজভান্ডারী শিল্পী সৈয়দ মানিক ও তার দল। সবশেষে বাউল গান পরিবেশন করেন আরশিনগর সংগীত একাডেমি, কুষ্টিয়ার বাউল শিল্পীবৃন্দ। উৎসবের ১ম দিন উৎসর্গ করা হয় বিশিষ্ট নাট্যকার, শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদকে।

এছাড়া সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এর পরিচালক প্রণব মিত্র চৌধুরী। বিশেষ অতিথি  ছিলেন চসিক কাউন্সিলর এইচ. এম সোহেল, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতা উপ পরিষদের আহবায়ক মিঠু কুমার শীল ও সৈকত রুদ্র সেতু।

আগামীকাল উৎসবের ২য় দিন বিকাল ৩.৩০টায় অনুষ্ঠানমালায় থাকছে উখিয়া সাহিত্য কুঠির এর পরিবেশনায় হঁলা, বান্দা, ভাইট্টালি, হাইল্ল্যাগীতি, মুরারকূইল্যা, হালদা ফাডা গান। বিকাল ৪.১৫ আলোচনা সভায় প্রধান অতিথি  থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র জনাব আ.জ.ম নাছির উদ্দিন।

-সংবাদ বিজ্ঞপ্তি