বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, পাঁচলাইশ, চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর হলফনামা প্রকাশ পাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৭১ বছর বয়সী এই প্রবীণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ তার হলফনামায় বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তির পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।
বিপুল নগদ অর্থ ও ব্যাংক ব্যালেন্স
হলফনামার তথ্য অনুযায়ী, এরশাদ উল্লাহর হাতে বর্তমানে নগদ রয়েছে ২ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ২৫৪ টাকা । শুধু তাই নয়, তার স্ত্রীর হাতে থাকা নগদ অর্থের পরিমাণ আরও বেশি, যা প্রায় ৩ কোটি ২৬ লাখ ২০ হাজার ৩৪২ টাকা । এছাড়া প্রার্থীর নিজের নামে বিভিন্ন ব্যাংকে ৫৯ লাখ ৭২ হাজার ১৩০ টাকা জমা রয়েছে ।
ব্যবসায়িক সাম্রাজ্য ও বিলাসবহুল গাড়ি
পেশায় ব্যবসায়ী এরশাদ উল্লাহর আয়ের অন্যতম উৎস হলো ঘর ও এপার্টমেন্ট ভাড়া, যা থেকে তিনি বছরে ২১ লাখ ২৩ হাজার ২৮০ টাকা আয় করেন । এছাড়া অংশীদারী ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৪ লাখ ৪৮ হাজার ৫৯২ টাকা । যাতায়াতের জন্য তিনি ৮১ লাখ ৩০ হাজার এবং ১ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুটি বিলাসবহুল জিপ গাড়ি ব্যবহার করেন ।
স্থাবর সম্পদ ও জমি
প্রার্থীর নামে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ১৮০ শতক অকৃষি জমি রয়েছে যার অর্জনকালীন মূল্য ২ কোটি ৪১ লাখ টাকার বেশি । এছাড়া তার মালিকানায় রয়েছে ৩টি বড় দালান এবং ২টি বাড়ি ও ১টি এপার্টমেন্ট, যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১৩ টাকা বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন ।
বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে চট্টগ্রামের ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের একটি মামলা বিচারাধীন রয়েছে, যা বর্তমানে সাক্ষ্য পর্যায়ে আছে 。 তবে ইতিপূর্বে তার বিরুদ্ধে কোতোয়ালী ও চান্দগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারার ৫টি মামলায় তিনি পুলিশি তদন্তে অব্যাহতি (Not sent up in C/S) বা চূড়ান্ত প্রতিবেদন (Final Report) পেয়েছেন ।
২০২৫-২০২৬ অর্থবছরে এরশাদ উল্লাহ তার ১৫ কোটি ৮৮ লাখ ৪ হাজার ১৯৭ টাকার সম্পদের বিপরীতে ৪৪ লাখ ৫৯ হাজার ৯৩৮ টাকা আয় প্রদর্শন করেছেন এবং ৬ লাখ ৪২ হাজার ৪২৭ টাকা আয়কর প্রদান করেছেন । তার স্ত্রীও ১৫ কোটি ৫০ লাখ টাকার বেশি সম্পদ প্রদর্শন করে ১ লাখ ৬৪ হাজার ৯৯৫ টাকা আয়কর দিয়েছেন ।
চট্টগ্রামের রাজনীতিতে প্রভাবশালী এই ব্যবসায়ীর বিপুল সম্পদ এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ভোটারদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। বিএনপি মনোনীত এই হেভিওয়েট প্রার্থী নির্বাচনী ময়দানে কতটুকু প্রভাব ফেলতে পারেন, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।