Home Uncategorized নিউইয়র্কে চবি এলামনাই এসোসিয়েশনের অভিষেক

নিউইয়র্কে চবি এলামনাই এসোসিয়েশনের অভিষেক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্-এর নতুন কার্যকরী পরিষদের (২০২৬-২০২৮) অভিষেক এবং মহান বিজয় দিবসের আলোচনা সভা।
গত ৩রা জানুয়ারি ২০২৬, শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জামাইকাস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলেও এলামনাইদের উপস্থিতিতে হলরুম ছিল কানায় কানায় পূর্ণ।
বিদায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষ সাধারণ সম্পাদক  নোমান সরকার। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির সভাপতি  শামসুদ্দিন আজাদ এবং পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক  নোমান সরকারের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও সমাজ বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর হোসাইন কবির। তিনি তাঁর বক্তব্যে প্রবাসে চবিয়ানদের এই ঐক্য ও সংহতির ভূয়সী প্রশংসা করেন এবং বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এলামনাই ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর করিম এক বার্তায় অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য উপস্থিত সকল এলামনাই ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।