গত ৩রা জানুয়ারি ২০২৬, শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জামাইকাস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলেও এলামনাইদের উপস্থিতিতে হলরুম ছিল কানায় কানায় পূর্ণ।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির সভাপতি শামসুদ্দিন আজাদ এবং পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক নোমান সরকারের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।