Home তথ্য প্রযুক্তি ভাইরাল হওয়া ভাগ্যের ব্যাপার নয়, কৌশলের!

ভাইরাল হওয়া ভাগ্যের ব্যাপার নয়, কৌশলের!

ছবি: এ আই
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুকে স্ক্রল করতে করতে আমরা হাজারো ভিডিও বা পোস্ট দেখি। কিন্তু কয়েকটা পোস্টে গিয়ে আমাদের আঙুল থেমে যায়। কেন? সেটা কি শুধুই কপাল?
না, আসল রহস্য লুকিয়ে আছে মানুষের সাইকোলজিতে। ফেসবুক কোনো জাদুর কাঠি নয়, এটি মানুষের আচরণ পড়ার একটা মেশিন মাত্র। আপনার কনটেন্ট ভাইরাল করতে চাইলে এই ৫টি বিষয় মাথায় রাখুন:
১. প্রথম ৩ সেকেন্ডের যুদ্ধ (The Thumb-Stopper)
মানুষের হাতে সময় নেই। আপনার প্রথম লাইন বা ভিডিওর প্রথম দৃশ্য যদি তাকে ‘থামাতে’ না পারে, তবে আপনি হেরে গেলেন। এমন কিছু লিখুন যাতে পাঠক মনে করে—“এটা না পড়লে আজ বড় কিছু মিস হয়ে যাবে!”
২. ছয়টি আবেগের যেকোনো একটি
আপনার কনটেন্টে কি আনন্দ আছে? নাকি রাগ, ভয়, নস্টালজিয়া বা আশা? তথ্য সবাই দেয়, কিন্তু তথ্যের ভেতরে যদি মানুষের অনুভূতি না থাকে, তবে কেউ সেটা শেয়ার করবে না। মানুষকে হাসান অথবা কাঁদিয়ে দিন—শেয়ার নিজে থেকেই আসবে।
৩. চায়ের দোকানের আড্ডা, ক্লাসরুম নয়
ফেসবুক কোনো ফরমাল মিটিং বা ক্লাসরুম না। বইয়ের গুরুগম্ভীর ভাষা এখানে চলে না। যেভাবে বন্ধুর সাথে আড্ডা দেন, যেভাবে মনের কথা প্রকাশ করেন—ঠিক সেই সহজ ভাষায় লিখুন। মানুষ কানেকশন খোঁজে, জ্ঞান নয়।
৪. গল্প বলুন, উপদেশ নয়
উপদেশ শুনতে কেউ পছন্দ করে না। নিজের একটি বাস্তব অভিজ্ঞতা বা ছোট কোনো ঘটনার কথা বলুন। গল্পের ছলে নিজের মেসেজটা পৌঁছে দিন। মানুষ গল্পের ভেতরে নিজেকে খুঁজতে ভালোবাসে।
৫. নকল করবেন না (Be Real)
অন্য কেউ ভাইরাল হয়েছে বলে তাকে কপি করতে যাবেন না। মানুষ নকল জিনিসের গন্ধ দ্রুত ধরে ফেলে। নিজের চোখে দেখা জগত আর নিজের ভেতরের কথাগুলোই সবচেয়ে শক্তিশালী। মনে রাখবেন, ভাইরাল মানে অ্যালগরিদমকে খুশি করা না, মানুষকে ছুঁয়ে যাওয়া।
মূল কথা হলো: আপনি যদি একজন মানুষের মন জয় করতে পারেন, বাকি হাজার জন এমনিতেই আপনার কাছে চলে আসবে। এটাই ফেসবুকের আসল খেলা!
আপনি কি আপনার পরবর্তী কনটেন্টের জন্য তৈরি? 🚀
#FacebookMarketing #ContentStrategy #ViralHacks #Storytelling #ContentCreator #Bangladesh