সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্খ: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর এবার দেশটির প্রশাসনিক নিয়ন্ত্রণ সরাসরি নিজেদের হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নজিরবিহীন ঘোষণার পর উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আগামী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়ে সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলায় সরাসরি কমান্ডো অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি নিরাপদ ও ন্যায়সঙ্গত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে।
অভিযান ও ট্রাম্পের সেই ছবি: বিবিসির তথ্যমতে, মার্কিন নেভি জাহাজ ‘ইউএসএস আইও জিমা’ থেকে মাদুরোকে চোখ বাঁধা অবস্থায় প্রথম ছবি শেয়ার করেন ট্রাম্প। এরপর তাদের নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে নামানো হয়। সেখান থেকে হেলিকপ্টার যোগে ম্যানহাটনের ডিইএ (DEA) কার্যালয় হয়ে বর্তমানে ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
সোমবারের নিরাপত্তা পরিষদ বৈঠক কেন গুরুত্বপূর্ণ? জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পর আন্তর্জাতিক চাপ বাড়ছে। সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়া ও চীনের ভূমিকা কী হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি ভেনেজুয়েলা শাসনের সিদ্ধান্তে অটল থাকে, তবে জাতিসংঘে তীব্র বাধার মুখে পড়তে পারে তারা।
ব্যবসায়িক ও সামাজিক প্রভাব: মাদুরোকে তুলে নেওয়ার পর থেকে ভেনেজুয়েলা জুড়ে এক প্রকার অচলাবস্থা বিরাজ করছে। কারাকাসের সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ট্রাম্পের এই কঠোর অবস্থানের ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরণের পরিবর্তনের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।










